
প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১১:২৪ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপি।
শুক্রবার (৩১ মে) দুবাইয়ের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম তালুকদার এবং জাহাঙ্গীর আলম রুপু’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সমন্বয়ক আহমেদ আলী মুকিব।
তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই বাংলাদেশ। মহা স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দিয়েছেন তা কিন্তু নয়। বরং ঘোষণা দিয়ে নিজেও সম্মুখ লড়াইয়ে অংশ নিয়েছেন৷’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানকে বর্তমান সরকার মানুষের মন থেকে মুছে ফেলার চক্রান্ত করছে৷ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে নাম মুছে দিয়ে আওয়ামী সরকার মনে করেছিল জিয়াউর রহমান ও তাঁর দলকে জনবিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু পুরো বিশ্ব দেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে ডামি নির্বাচনে ভোট দেওয়া থেকে ৯৫ শতাংশ মানুষ দূরে থেকেছে৷’
সভাপতির বক্তব্যে ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেন, ‘বিদেশে থেকেও দেশ ও দেশের মানুষের কল্যাণের কথা বিবেচনা করে যারা বিএনপির সঙ্গে জড়িত আছেন সবাইকে আরও ঐক্যবদ্ধ থাকতে হবে৷ অভ্যন্তরীণ দুর্বলতা থাকলে সেটা সমাধান করতে হবে৷’
তিনি দলীয় নেতাকর্মীদের আমিরাতের আইন-কানুন মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা আমিরাতের কাছে কৃতজ্ঞ তারা আমাদেরকে নিরাপদ রেখেছে। আমরা দেশে যে নিরাপত্তা পাই না বিদেশের মাটিতে তা পাচ্ছি৷ আমাদেরও উচিৎ এই দেশের নিয়ম নীতি সঠিকভাবে মেনে চলা। নিয়মের মধ্য থেকে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করা সম্ভব।’ সারাবিশ্বে দেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে জনমত তৈরির জন্য সবাইকে কাজ করার নির্দেশনা দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত রাজনীতিতে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এই নেতা৷
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রকৌশলী মাহে আলম।
উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে রফিকুল আলম (আহ্বায়ক দুবাই বিএনপি) আমিরুল ইসলাম এনাম, দিদারুল আলম, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন তালুকদার (সভাপতি অবুধাবি বিএনপি), সাহেদ আহমেদ রাসেল, সামসুন নাহার স্বপ্না, ইঞ্জিনিয়ার করিমুল হক (সভাপতি, শারজা বিএনপি), শাহিনুর শাহীন (সভাপতি, আজমান বিএনপি), এস এম ফারুক হোসেন, বিএনপি নেতা নাসিম চৌধুরি প্রমুখ।
অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, নূর হোসেন সুমন, আলাউদ্দিন, শাখাওয়াত হোসেন বকুল, নীল রতন, সাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দিন চৌধুরী, আবুল বাশার, ইমাম শরীফ ইমু, মুজিবুল হক মঞ্জু, জিয়াউদ্দিন হাসান তফাদার, এম এনাম হোসেন শেখ সেলিম, আতাউর রহমান আতা।হল ম্যানেজমেন্ট সহ সার্বিক তত্বাবধানে ছিলেন জিয়া পরিষদের সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ, আহমেদ হোসেন তালুকদার, জামাল কন্ট্রাকটর, হারুনুর রশীদ, অতিকূল ইসলাম, হুমায়ুন কবির সুমন, এরশাদ কনট্রাক্টর, আরিফ তালুকদার, ইলিয়াস আমির আলী, মুজিবুল হক, যুবদল নেতা আনোয়ার হোসেন, যুবনেতা আনোয়ার, সজিব গাজী, শ্রমিক দল নেতা তরিকুল, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান, আব্দুল করীম, দুবাই সেচ্ছাসেবক দলের সভাপতি মিয়া মোহাম্মদ মকসুদ প্রমুখ।
উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন, যুবনেতা রিপন মজুমদার, আবুল সত্তার, দেলোয়ার হোসেন, হাজী লোকমান, শেখ রেমন বাবু, এম আলম জীবন, মেহরাজ হোসেন, যুবনেতা ইমাম হোসেন ইমন, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, দিদার হোসেন, আব্দুল খালেক ইমন, ক্বাজী এরশাদ, নুরুল কবিরসহ আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন