জুবায়ের আহমেদ, লন্ডন

প্রকাশিত: ৩ জুন, ২০২৪, ১১:৪০ পিএম

অনলাইন সংস্করণ

সিলেটকে বদলে দিতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি: লন্ডনে আনোয়ারুজ্জামান

ছবি: রূপালী বাংলাদেশ

লন্ডন সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আমার জীবনের একটিমাত্র লক্ষ্য সিলেটের মানুষের জন্য কাজ করা। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাস অটুট রাখতে আমি দিনরাত পরিশ্রম করছি।

সিলেটকে বদলে দিতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এরজন্য আমি আমার পরিবারকেও ছেড়ে দিয়েছি। 

তিনি শনিবার (১মে) সন্ধ্যায় লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যুতে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আপনারা প্রবাসীরা যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, আমি জনপ্রতিনিধি হবো সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আপনারা যারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে আমাকে পাননি তাদের কাছে আমি আন্তরিক দুঃখিত। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফসহ যুক্তরাজ্য আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ ও  ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন