মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০৬:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

মনোহরদীর আড়িয়ালখাঁ নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলার সীমান্তবর্তী এলাকার আড়িয়ালখাঁ নদী থেকে রাসেল মিয়া নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর চর কৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে বিল্ডিং নির্মাণের কাজ করতেন। রবিবার সন্ধ্যায় দুই বন্ধু সাঁতার কেটে নদী পারাপার হওয়ার সময় রাসেল (৩০) নিখোঁজ হয়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বেলাব ফায়ার সার্ভিসের খবর দিলে স্টেশন অফিস ইয়াসিন ইকবাল এর নেতৃত্বে গতকাল বিকেলে লাশ আড়িয়ালখাঁ নদী থেকে উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।
বিল্ডিং নির্মাণ শ্রমিক চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমারি বিন পাড় গ্রামের জহিরুল ইসলাম ছেলে তিনি। 

 

মন্তব্য করুন