
প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস) এর সভাকক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়৷ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাচাশ্রই সভাপতি মাখন লাল কর্মকারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালীর সভাপতি ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা৷ এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি বৈশিষ্ট্য তাতি, সহ-সভাপতি পংকজ কন্দ, জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, বাচাশ্রই বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ন তাতি প্রমুখ৷
সভায় বক্তারা বলেন, ‘চা শিল্প টিকিয়ে রাখতে হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে৷ মালিক, শ্রমিক ও সরকার এক হয়ে কাজ করলে দেশে চা শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব৷’
মন্তব্য করুন