বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ০২:০৩ এ এম

অনলাইন সংস্করণ

লোহাজাল দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত শফিকুল

লোহাজাল দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত শফিকুল। ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলার লোহাজাল দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শফিকুল ইসলাম।

তিনি তিনবারের স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত মৎস্যচাষী এবং বিবিরপুকুর শাহ সুলতান শাহজালাল মৎস্য বীজাগারের সত্ত্বাধিকারী। 

বুধবার (৫ জুন) লোহাজাল দাখিল মাদ্রাসার অফিস কক্ষে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাজাল দাখিল মাদ্রাসার নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ফরহাদুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মো. শফিকুল ইসলামকে লোহাজাল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দাতা সদস্য আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, লোহাজাল দাখিল মাদ্রাসার  সুপারিনটেনডেন্ট এবিএম আবু হাসান দেওয়ান, দাখিল শাখার অভিভাবক সদস্য আবু তাহের, আব্দুল বারী শেখ, শুকুর আলী প্রামানিক, এবতেদায়ী শাখার অভিভাবক সদস্য আব্দুল মজিদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাদিজা খাতুন, দাখিল শাখার শিক্ষক প্রতিনিধি আমিনুল ইসলাম, এবতেদায়ী শাখার শাখার শিক্ষক প্রতিনিধি আবু নাছের, মো. জামাল উদ্দিন প্রামানিক, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তাসলিমা খাতুন।

 

মন্তব্য করুন