
প্রকাশিত: ৬ জুন, ২০২৪, ০২:২৯ এ এম
অনলাইন সংস্করণ
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে হেসেখেলে জয় দিয়ে শুরু করলো ভারত। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে আয়ারল্যান্ডের ছুঁড়ে দেওয়া মামুলি পুঁজি হেসেখেলেই পেরিয়েছে ভারত।
বুধবার (৫ জুন) প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ২৪ বল বাকি থাকতেই ৯৬ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। জবাবে ১২ দশমিক ২ ওভারেই ৮ উইকেট জয় তুলে নেয় ভারত।
লক্ষ্য তাড়া করতে ইনিংস গোড়াপত্তনে নামে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলীয় ২২ রানের মাথায় ৫ বলে মাত্র ১ করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।
অন্যদিকে ব্যক্তিগত অর্ধশতকের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রোহিত। মাঠ ছাড়ার আগে দলের জয়ের জন্য ৩৭ বলে ৫২ রান করেন এই ওপেনার। তবে এদিন খুব একটা ভালো করতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার।
শেষ দিকে ঋষভ পান্তের অপরাজিত ৩৬ রানের ইনিংসে ভর করে ১২ দশমিক ২ ওভারেই জয়ের আঙিনায় পৌঁছে যায় ম্যান ইন ব্লুরা।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে একের পর উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই জোড়া উইকেট হারানোর পর ২৮ রানের মাথায় তৃতীয় উইকেট খুইয়ে বসে তারা।
এরপর উইকেটের মিছিলে আরও পাঁচ ব্যাটার যোগ দেন। এতে দলীয় ৫০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। এক সময় মনে হচ্ছিল, বিশ্বকাপে সর্বনিম্ন লজ্জার রেকর্ড ৫৮ রানও পার করতে পারবে না তারা।
তবে নবম উইকেটে ১৮ বলে ২৭ রানের জুটিতে সেই শঙ্কা এড়ায়। এতে উগান্ডার মতো আইরিশদের লজ্জায় পড়তে হয়নি। জস লিটল ও গ্যারেথ ডেলানির অবিচ্ছিন্ন জুটিতে লজ্জা এড়ায় তারা। তবে মান বাঁচানো জুটির পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটল। জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে ১৪ রান করেন তিনি।
এরপর একার লড়াই জিইয়ে রাখতে পারেননি ডেলানি। শেষ পর্যন্ত ১৪ বলে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরার আগে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেন। আইরিশদের হয়ে লোরকান টাকার (১০) এবং কার্টিস ক্যাম্পার (১২) ছাড়া কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।
মন্তব্য করুন