শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ০২:২৮ পিএম

অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিষাক্ত গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজারের কলার আড়ৎ থেকে একটি গ্রিন পিট ভাইপার সাপ উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল। বৃহস্পতিবার শ্রীমঙ্গর শহরে নতুন বাজারে একটি কলার আড়তে গ্রিন পিট ভাইপার সাপ দেখে সবাই আতংকিত হয়ে পড়ে। 

এসময় স্থানীয়রা শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী সেব ফাউণ্ডেশনে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন। সজল দেব জানান, সাপটি কলাবাগান থেকে কলার ছড়িতে করে চলে আসছে।

এরপর শ্রীমঙ্গলের বন্যপ্রাণী কার্যালয়ে সাপটি হস্তান্তর করেন। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ সাপটি সুস্থ ও অক্ষত অবস্থায় আজ বিকেল সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হয়।

মন্তব্য করুন