ই এম আকাশ, কাতার

প্রকাশিত: ৭ জুন, ২০২৪, ১০:০৬ পিএম

অনলাইন সংস্করণ

কাতারে উদ্বোধন হল স্টার মেঘনা জেন্টস সেলুন

ছবি: রূপালী বাংলাদেশ

কাতারের ফিরোজ আব্দুল আজিজ জায়গাটি বাংলাদেশী অধ্যুষিত এলাকা, তাই প্রবাসী বাংলাদেশীদের জেন্টস সেলুনের সেবা দিতে স্টার মেঘনা জেন্টস সেলুন চালু করেছেন বাংলাদেশী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মোক্তাদির ৷ 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিস্ট ব্যবসায়ী যথাক্রমে আমান উল্লাহ, আবু সাঈদ, আব্দুল সাত্তার প্রমুখ।

এ সময় তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মোক্তাদির ও আগত সকল অতিথিরা মিলে ফিতা কেটে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন৷ 

এ সময় অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডঃ কামাল, পিয়াস,  অনিক, সাইফুল ইসলাম, মিরাজ, মকবুল, সজীব সহ আরো অনেকে ৷ 

তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মুক্তাদির জানান, ভবিষ্যতে কাতারের বিভিন্ন এরিয়াতে প্রবাসী বাংলাদেশীদের সেবা দেওয়ার লক্ষ্যে স্টার মেঘনা জেন্টস সেলুনে বিভিন্ন ব্রাঞ্চ করা হবে, তিনি প্রবাসী বাংলাদেশীদের কে আমন্ত্রণ জানিয়েছেন তার সেলুনে ৷

মন্তব্য করুন