
প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ১২:১৩ এ এম
অনলাইন সংস্করণ
দোহাজারী ট্রাক মিনি ট্রাক চালক সমবায় সমিতি লি: এর নবনির্বাচিত ও কার্যকরী কমিটির অভিষেক, শপথ ও ঈদ বোনাস বিতরণ অনুষ্ঠান আজ শুক্রবার (৭ জুন) বিকাল ৪ টার সময় দোহাজারী পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দোহাজারী পৌরসভার মেয়র ও উক্ত সংগঠনের সভাপতি আলহাজ্ব লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ ইরফান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম দোহাজারী পুলিশ বক্সের সার্জেন্ট ও ইনচার্জ রফিকুল ইসলাম।
সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান দোহাজারী প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
সাংবাদিক কামরুল মোস্তাফার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সভাপতি দীপক বড়ুয়া, শ্রমিক নেতা আবু তৈয়ব, দোহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দের কাছ থেকে ঈদ বোনাস গ্রহণ করেন দোহাজারী ট্রাক মিনি ট্রাক চালক সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ।
মন্তব্য করুন