
প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরফ মিল চালু ও বরফ বিক্রির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় তিন বরফ মিলের মালিককে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
শুক্রবার মধ্যে রাত ১২টা ২০ মিনিট থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার আলীপুরের এ.কে আইস প্লান্ট, জমজম আইস প্লান্ট, ভাই ভাই আইস প্লাট এ তিন বরফ মিলের মালিককে পনের হাজার টাকা করে মোট পয়তাল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মাল্লা ১৯৯৭ (সংশোধিত বিধি মালা-২০০৮) এর বিধি লংঘন করায় উক্ত বিধিমালার বিধি ৪(৩) "এর প্রদত্ত ক্ষমতা বলে উক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
মন্তব্য করুন