
প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
শনিবার (৮ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী। উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আওফি খান শাওন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, সুজ্জাত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী, ভূমি সেবা গ্রহিতা ইদ্রিস আলী প্রমুখ।
মন্তব্য করুন