রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৯:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

রাঙামাটিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

রাঙামাটিতে ভূমিসেবা সপ্তাহের শুভউদ্ধোধন করা হয়েছে। শনিবার সকালে একটি র‌্যালীর মাধ্যমে বেলুন উড়িয়ে জেলা প্রশাসন মাঠে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এবারের প্রতিপাদ্য স্মাট ভূমিসেবা ’স্মাট নাগরিক। অনুষ্ঠানের আয়োজক জেলা প্রশাসন, রাঙামাটি পার্বত্য জেলা। ৮-১২ জুন ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে মেলা চলবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় জেলা প্রশাসক বলেন, স্মাট ভূমিসেবা পেতে এবং যে কোন অভিযোগ জানতে এখন থেকে ১৬১২২ এই নাম্বারে কল দেবেন। আপনারা চাইলে ঘরে বসেই সকল ধরনের ভূমিসেবা পাবেন। জবানবন্ধী, মাঠ খসড়া, খতিয়ানও নামজারিসহ সকল প্রকার তথ্য ঘরে বসেই জানতে পারবেন। ভূমি সংক্রান্ত যে কোন তথ্য জানতে হয়রানির দিন শেষ। এখন থেকে ঘরে বসেই জনগণ স্মাট ভূমিসেবা পাবেন। কোন তথ্য আপনার জানা না থাকলে উপজেলা ভূমি ও জেলা প্রশাসকের কার্যালয়ে এই ১৬১২২নাম্বারে ফোনে দিয়ে জানতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাজি কামাল উদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন,আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শওকত আকবর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলসহ আরো অনেকে।

মন্তব্য করুন