স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৫:২৮ পিএম

অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে বাস চাপায় ঘটনাস্থলেই দুই যুবক নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুরের স্বরূপকাঠিতে বাস চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সাইফুল (৩৭) ও শরিফুল ইসলাম সাকিল (২৬)। রবিবার সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে স্বরূপকাঠি-বরিশাল সড়কের কুনিয়ারী ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার সদর ইউনিয়নের জগন্নাথকাঠি গ্রামের মো. ফজলুল করিমের ছেলে এবং সাকিল একই এলকার সাবেক ইউপি সদস্য মো. শাহিদুল ইসলামের ছেলে। পুলিশ ঘাতক বাসচালক রিপন মালাকারকে আটক এবং বাসটি জব্দ করেছে। নেছারাবাদ থানার এস আই মো.
পনির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুনিয়ারী ব্রিজ সংলগ্ন দোকানী মো বাদশা মিয়া জানান, সাইফুল ও সাকিল মোটর সাইকেলযোগে স্বরূপকাঠি থেকে বরিশাল যাওয়ার পথে কুনিয়ারী ব্রিজ পার হওয়ার সময় বরিশাল থেকে আসা স্বরূপকাঠি গামী শুভেচ্ছা -১ নামের (বরিশাল ব ০৫ -০০৮১) বাসটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটর সাইকেলটি সামনে থেকে বাসের নিচে ঢুকে যায়। এসময় বাসটি না থামিয়ে মোটরসাইকেল সহ ওই দুই আরোহীকে চাকায় পেচিয়ে টেনে কিছুদুর নিয়ে যায়। বাসটিকে থামানো জন্য আশেপাশের লোকজন চিৎকার ও ইশারা করলেও ড্রাইভার বাসটিকে চালাতে থাকেন। কুনিয়ারী মোড়ে গিয়ে নিচে থাকা মোটরসাইকেলে আটকে বাসটি থেমে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত ভেবে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহারুখ মালিক বলেন, হাসপাতালে আনার পুর্বে তাদের মৃত্যু হয়েছে। এদিকে ঘটনার পরেই উত্তেজিত জনতা বাসটিতে ভাংচুর চালায় এবং এসময় কিছুক্ষন ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নেছারাবাদ থানার এস আই মো. পনির খান জানান,বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

মন্তব্য করুন