মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ০৯:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

মহেশপুরে আমবাগান থেকে কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে ফতু হালদার (৫০) নামে এক কৃষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মহেশপুর থানা পুলিশ। সে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত ধীরেন হালদারের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে আজীবাড়ী নওদাগা গ্রামের কানাপুকুর মাঠে ঘাষ কাটতে গেলে মাঠের মধ্যে নওদাগা গ্রামের সিরাজুলের আম বাগানে এক ব্যাক্তির লাশ ঝুলতে দেখে তারা চিৎকার শুরু করে। পরে তারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় ফতু হালদারের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবুর রহমান জানান, গলাই দড়ি দেওয়া অবস্থায় এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরন করা হয়েছে।

মন্তব্য করুন