ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ১০:০৩ পিএম

অনলাইন সংস্করণ

ফেনীতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্র নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

জেলার পাঁচগাছিয়ায় বজ্রপাতে ৮ম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (১৪)। রবিবার দুপুর ১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর গ্রামে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

আনোয়ার উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের নূর করিমের ছেলে।

নিহতের পরিবার জানিয়েছে, দুপুরে আকাশ ঘন মেঘে ছেয়ে গেলে আনোয়ার ও তার বাবা গরু আনতে উত্তর কাশিমপুর নীলাঞ্জলা মাঠে যায়। দুপুর ১ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় সামান্য দুরত্বে থাকায় তার পিতা অল্পের জন্য রক্ষা পান।

উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদরাসার সুপার মো: কামাল উদ্দিন বলেন, আনোয়ার মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। সে মানুষ হিসেবে খুবই ভালো ছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন