পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৬:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সবুজ সাথী সম্মাননা

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সবুজ সাথী সম্মাননা ২০২৪ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়। বৃক্ষরোপন, পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি, সংগঠক ও সংগঠনের উদ্যোগে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় 'সবুজ সাথী সম্মাননা দেওয়া হয়। পরিবেশ কর্মী মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। পরিবেশ কর্মী হিসেবে মো. দেলোয়ার হোসেন দুলু, পরিবেশ সংগঠক কামাল হাসান রনি, পরিবেশ সংগঠক আমরা কলাপাড়াবাসী সংগঠন কে সম্মাননা প্রদান করেন।

ধারিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ উদ্যোগে সম্মাননা প্রদান সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কলাপাড়া বন কর্মকর্তা মো. মনিরুল হক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী জসীম পারভেজ, মোস্তফা জামান সুজন প্রমুখ।

পুরুষ্কৃত সংগঠন আমরা কলাপাড়াবাসী সংগঠনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন সভাপতি মো. নজরুল ইসলাম, পরিবেশ রক্ষায় জনসচেতনতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় পরিবেশ সংগঠক কামাল হাসান রনি এবং গ্রামীণ জনপদের কৃষক পরিবারে কন্য সন্তান জন্মালে পাঁচটি কাঠ জাতীয় বৃক্ষ এবং পুত্র সন্তান জন্মালে দুটি ফলদ ও তিনটি বনজ গাছ তাদের বাড়িতে গিয়ে রোপন করার জন্য বিশেষ অবদান রাখায় ব্যক্তি পর্যায়ে শ্রমজীবী দেলোয়ার হোসেন দিলু। সম্মাননা পাওয়া ব্যক্তি, সংগঠক ও সংগঠনের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখা হয়।

মন্তব্য করুন