ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৯:২১ পিএম

অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জসিসহ ঘর হস্তান্তর

ছবি: রূপালী বাংলাদেশ

ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) ভার্চুয়ালি ১৮,৫৬৬ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এই কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশে ১৮,৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

ফরিদপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল ,

অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, ফরিদপুরের সিভিল সার্জন ডা: মো: সিদ্দীকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন,

জেলা কমান্ডার আনসার ও ভিডিপি নাদিরা ইয়াসমিন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোসসহ সরকারি বেসরকারি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ ও ১৬০ টি  ভূমিহীন গৃহহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন