বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ০৯:৪০ পিএম

অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়া ও গোবিন্দপুরে ভিজিএফের চাল বিতরণ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ জন ও গোবিন্দপুর ইউনিয়নের ১ হাজার ৯২৮ জন উপকার ভোগী দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জুন) দুপচাঁচিয়া পৌরসভা চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মো. জাহাঙ্গীর আলম। পবিত্র ঈদ উল আযহা'র উপহার হিসেবে ভিজিএফ কর্মসূচীর আওতায় তালিকা অনুযায়ী প্রত্যেক উপকার ভোগীকে ১০ কেজি করে চাল দেওয়া হয়। 

চাল বিতরণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র মো. মহিদুল ইসলাম, কাউন্সিলর ইউনুছ আলী মহলদার মানিক, ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দিপক কুন্ডু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, প্রধান সহকারী মাহমুদুল হোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান প্রমুখ। 

এদিন দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক। 

এসময় ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন, ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার শীল সহ ইউপি সদস্য এবং সংরক্ষিত সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

মন্তব্য করুন