চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১ জুন, ২০২৪, ১০:০১ পিএম

অনলাইন সংস্করণ

চকরিয়ায় সালিসে ছেলেকে না পেয়ে পিতাকে মারধর

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচরে সালিসে ছেলের উপস্থিতি না দেখায় মো:কালু (৬৫) নামে এক বয়োবৃদ্ধ পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক মারধর করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

জানা গেছে-বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দার কাটা ৪নং ওয়ার্ড এলাকার মো:কালুর দুই ছেলে মো:মানিক ও মোহাম্মদ নবী ঝগড়া দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে সালিস দেয় ছেলে মো: নবী। সালিসের দিন পরিষদে মানিক আসতে দেরি হচ্ছে জানাতে গেলে চেয়ারম্যান জাহাঙ্গীর অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক মারধর করে তাকে। আহত কালুর পরিবার জানায় তিনি ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন দুই সন্তানের বিষয়টি সমাধানের কথা বলতে। তবে সেখানে যাওয়া মাত্রই চেয়ারম্যান মারধর শুরু করে।

হামলায় আহত মো:কালু জানায়-দুই ছেলের মধ্যে ঝগড়া সমাধানের কথা বলতে রবিবার ৯ জুন সকাল ১০টায় নোটিশ অনুযায়ী ইউনিয়ন পরিষদে যান তিনি। যাওয়া মাত্র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিজ্ঞাস করেন ছেলে মানিক কোথায়। তিনি বলেন সে গাড়ি চালাতে গেছে আসতেছে। এ কথা বলার সাথে সাথে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালি গালাজ এবং তার উপর হামলা শুরু করেন।পরে তাকে পরিষদে চেয়ারম্যানের নিজের কক্ষে নিয়ে যায়। বয়োবৃদ্ধ কালু এ হামলার বিচার দাবি করেন।

পরে পরিবারের সদস্যরা আহত কালুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। তবে অভিযুক্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মটোফোনে ঘটনা অস্বীকার করে জানায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কালু। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো:ফখরুল ইসলাম জানায়-অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন