লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০৯:৪৫ পিএম

অনলাইন সংস্করণ

পিতাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জে ছিনতাইকারীর গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত পিতাকে হাসপাতালে নেয়ার পথে ভয়ে হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে উপজেলার সরসপুর বাতাবাড়িয়া গ্রামে ঘটনা ঘটে। 

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, ভোর ৫টার দিকে ওই গ্রামের আব্দুল মালেক (৬৩) তার দোকান খুলে চায়ের পানি গরম করছিলেন। এ সময় তার স্ত্রী দোকানের পাশে এসে দাঁড়ান। ইত্যবসরে চাটখিলের দিক থেকে দুটি মোটর সাইকেলে চারজন ছিনতাইকারী ক্রেতা সেজে দোকানের সামনে এসে বিভিন্ন মালামালের দাম জিজ্ঞেস করে। একপর্যায়ে তারা দোকানীর স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। দোকানী ডাকাত ডাকাত বলে চিৎকার করে দোকান থেকে বেরিয়ে এসে তাদের ধরতে গেলে ছিনতাইকারীরা তাকে গুলি করে। ঐ সময় বাসায় ঘুমিয়ে থাকা দোকানীর ছেলে ওমর ফারুক (৪০) বেরিয়ে এসে আহত পিতাকে চিকিৎসার জন্য রিকশাযোগে হাসপাতালে যাচ্ছিল। তারাহুড়ি করতে গিয়ে পথিমধ্যে তাদের বহনকারী রিকশাটি উল্টে যায়। ধারণা হচ্ছে- এ সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ওমর ফারুক মারা যান। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, দুষ্কৃতকারীদের গুলিতে আহত ব্যবসায়ী আব্দুল মালেককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য করুন