গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৪, ০৯:৪৮ পিএম

অনলাইন সংস্করণ

চাঁদা বা অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শন (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। ছবি: রূপালী বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা (কুরবাণির ঈদ) উপলক্ষ্যে ঘড়মুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সকলে মিলে সরকার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে আমরা বিশ্বাস করি যাত্রী সাধারণ যারযার গন্তব্যে নির্বিঘ্নে গমন করতে পারবে। বাস্তবায়নে ২৪ ঘন্টা মোবাইল কোর্টের মাধ্যমে সড়কে অবস্থান নিয়ে আইন অমান্যকারি পরিবহন সংশ্লীষ্টদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের সদস্যরা ব্যাবস্থা গ্রহণ করবে। সেই সাথে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করবে।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শুক্রবার (১৪ জুন) বিকেলে মহানগরীর চান্দনা চৌরাস্তায় মহাসড়কে যানচলাচল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন সংক্রান্ত এক প্রেস ব্রীফিংয়ে এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শন (আইজিপি) চৌধুরি আব্দুল্লাহ আল-মামুন (বিপিএমবার, পিপিএম)।

আইজিপি চালক ও পরিবহন সংশ্লীষ্টদের উদ্দ্যেশ্যে বলেন, যত্রতত্র পার্কিং কিংবা আইন অমান্য হয় এমন কোনও কাজ যেন চালকরা না করেন সেদিকে পরিবহন সংশ্লীষ্টদের প্রতি সচেতন থাকার অনুরোধ জানান। একই সাথে যাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে কোনও পরিবহনে যেন ভ্রমন না করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। 

তিনি বলেন, বেপরোয়া গতীতে গাড়ী না চালানোর জন্যে চালকদের অনুরোধ জানাচ্ছি। বিনা প্রয়োজনে অভারটেকিং থেকে বিরত থাকার আহ্বান জানান আইজিপি মামুন। চালকদের উদ্দেশ্যে আইজিপি বলেন ঈদের আগে পর দেখা যায় খালি রাস্তা পেয়ে বেপরোয়া গতীতে দ্রুত গতীতে গাড়ী চালিয়ে থাকেন, অনেক সময় চালকরা গাড়ী না চালিয়ে সহযোগীরা (হেল্পাররা) গাড়ী চালানোর অভিযোগ পাওয়া যায়। আমরা নির্দেশ করবো শুধু চালকরাই গাড়ী চালাবেন। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। এসময় সড়কে শৃঙ্খলা রক্ষার্থে অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় পুলিশ বাহিনীর সদস্যরাও সড়কে শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশ্বাস দেন আইজিপি মামুন।

আগে আইজিপি মামুন সরেজমিনে চৌরাস্তা এলাকায় চালকদের ১০টি নির্দেশনা উল্লেখিত লিফলেট বিতরণ করেন। এতে উল্লেখিত ছিলো ফিটনেস বিহীন ও বৈধ কাগজপত্রবিহীন গাড়ী চালানো যাবেনা, সকল প্রয়োজনীয় কাগজ সাথে রাখতে হবে। চলন্ত অবস্থায় গাড়ীর দরজা বন্ধ রাখতে হবে, নির্দৃষ্ট স্টপেজ ছারা দরজা খোলা যাবেনা, যত্রতত্র যাত্রী উঠানামা করা যাবেনা। হাসপাতাল, শিক্ষা-প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হর্ণ বাজানো যাবেনা।

চলন্ত অবস্থায় মোবাইলে (মুঠোফোনে) কথা বলা যাবে না। নির্ধারিত গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানো যাবে না। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না। রাস্তায় অন্য গাড়ীর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া যাবে না। যেখানে সেখানে পার্কিং না করে ট্রাফিক সংকেত মেনে চলারও নির্দেশনা দেয়া হয় ওই লিফলেটে।

প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগের পরামর্শও দেন আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল-মামুন।

এসময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুব আলম, উপ-কমিশনার (ট্রাফিক) মো.আলমগীর হোসেন, উপ-কমিশনার, উপ-কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান, উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

 

মন্তব্য করুন