বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৬:০৫ পিএম

অনলাইন সংস্করণ

এই ঈদেও সামজ-তসিবা নিয়ে আসছেন ইডিএম

সমাজ ভাই ও তসিবা। ছবি: সংগৃহীত

গত বছর কোরবানীর ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ পেয়েছিলো সমাজ ভাই ও তসিবার ইডিএম সঙ্গীত ‘বসন্ত বাতাস X সোনাবন্দে’। গানটি প্রকাশের পর নেট দুনিয়ার ব্যপক আলোচনা তৈরি হয়। সেই সাথে শ্রোতা-দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও প্রকাশ পাচ্ছে তাদের আরও এক ইডিএম গান। বাউল সম্রাট শাহ আবদুল করিমের দুই গান ‘বন্দে মায়া লাগাইছে ও কৃষ্ণ’ নিয়ে তৈরি হয়েছে এই ইডিএম। আদিব কবিরের সঙ্গীতায়েজনে গান দুটিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে নাইজেরিয়ান র‌্যাপার অলি বয় ও বাংলাদেশের গানশট প্লোয়ারের অসাধারণ র‌্যাপ।  

ফারহান আহমেদ রাফাতের পরিকল্পনা ও ভিডিও পরিচালনায় গানটির মডেল হিসেবে দেখা যাবে শাকিলা পারভীনকে। তার সাথে নেচেছেন একঝাঁক নৃত্য শিল্পী।

নতুন এই ইডিএম প্রজেক্টটি নিয়ে উচ্ছ্বসিত তসিবা জানালেন, নাচে গানে ভরপুর একটি বিনোদন এবারের ঈদে উপহার দিচ্ছি শ্রোতা-দর্শকদের জন্য। আশা করছি এবারে এই প্রজেক্টটি গতবারের কাজটিকে ছাপিয়ে যাবে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, চাঁদ রাতে তাদের ইউটিউব চ্যানলে অবমুক্ত করা হবে ‘মায়া লাগাইছে X কৃষ্ণ’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ ।

 

মন্তব্য করুন