রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ০৭:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে ডেসকোর সুইচিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ২

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে ডেসকোর সুইচিং স্টেশনে বিস্ফোরণে ২ কর্মী দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ডেসকোর দুই কর্মচারী মো. আশিক ও মো. ইসমাইলকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম এতথ্য জানিয়েন।

ডা. তরিকুল ইসলাম বলেন, আজ শনিবার বিকেলের দিকে তেজগাঁও এলাকা থেকে ডেসকোর দুই কর্মীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে আশিক ২২ শতাংশ এবং ইসমাইল ২৬ শতাংশ দগ্ধ হয়েছেন।‌বর্তমানে তাঁদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুই দগ্ধ কর্মীকে হাসপাতালে নিয়ে আসা ডেসকোর জুনিয়র ইঞ্জিনিয়ার মান্নান বলেন, দগ্ধ আশিক আমাদের সাব স্টেশনের লাইনম্যান এবং ইসমাইল অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান হিসেবে কর্মরত। আজ শনিবার বিকেলে অফিস শেষে বাসায় ফিরছিলাম সবাই। এমন সময় একটি ভিআইপি কল এলে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের পাশে ডেসকোর সুইচিং স্টেশনে আরএমইউ ১১০০০ ভোল্টের সার্কিট ব্রেকার অপারেট করা হচ্ছিল। এ সময় বিস্ফোরণে দগ্ধ হয় তাঁরা। পরে দগ্ধ অবস্থায় দ্রুত তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

জানা গেছে, দগ্ধ আশিকের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর থানার পশ্চিম বেলপুকুর বানিয়াপাড়া গ্রামে। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া থাকেন। দগ্ধ ইসমাইলের গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্ডা থানায়। তিনি বর্তমানে কুড়িলের জোয়ার সাহারায় ভাড়া থাকেন।

 

মন্তব্য করুন