
প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ
কোরবানি মানে ত্যাগ, কোরবানি মানে আল্লাহর সন্তুটি লাভ করা। পবিত্র ঈদুল আজহা বিশ্ব মুসলমানদের জন্য একটি ইসলাম ধর্মীয় ইতিহাসের অধ্যয়।
রাঙামাটি জেলা শহরের মধ্যে ৬টি ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে।
যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে- কেন্দ্রীয় ঈদ জামাত –কোতয়ালী থানার মাঠে সকাল সাড়ে ৭টায়, রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং (পুরাতন স্টেডিয়াম মাঠে) ঈদ জামাত- সকাল ৮ টায়, আদালত ভবন মাঠ প্রাঙ্গন ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায়, ভেদভেদী ঈদগাহ মাঠে ঈদ জামাত (বায়তুস সালাম জামে মসজিদে) সকাল সাড়ে ৭টায়, কলেজ মাঠে ঈদ জামাত- সকাল সাড়ে ৭টায় ও পুরান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদের জামাত- সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, এবার জেলা শহরের মধ্যে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রাঙামাটিবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার বলেন, ঈদুল আজহা ঘিরে পুরো শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদের ৩-৪ আগে ও ঈদের ৩-৪ পরে ও শহরের মধ্যে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে জেলা পুলিশ।
তবে পুরো জেলার মধ্যে কয়েটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার
তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে নেই এমন তথ্য জানিয়েছেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ শামীম। তিনি পরামর্শ দিয়েছেন জেলা স্ব স্ব ইউএনও বা উপজেলা সংবাদ মাধ্যম থেকে সংগ্রহ করে নিতে।
মন্তব্য করুন