ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জুন, ২০২৪, ১০:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

কোরবানি না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

কোরবানি না দেওয়ায় পিতার সাথে অভিমান করে রেললাইনে শুয়ে মালবাহী ট্রেনের নিচে কাঁটা পড়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের নাম সালাহ উদ্দিন (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের ধন মিয়ার একমাত্র ছেলে। 

গতকাল সোমবার ঈদুল আযহার দিন (১৭ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের চকবস্তা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, পরিবারের সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেওয়ায় পিতার সাথে অভিমান করে ঘর থেকে বের হয় সালাহ উদ্দিন। দুপুর থেকেই রেললাইনের পাশে হতাশাগ্রস্ত অবস্থায় দেখা যায় তাকে। এরপর বিকেলে রেললাইনে শুয়ে একটি মালবাহী ট্রেনের নিচে কাঁটা পড়ে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন তিনি। বর্তমানে তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন৷ তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে কাইমপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের পোস্টমর্টেম করা হয়নি। আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টার সময় নিহতের জানাজা নামাজ শেষে লাশ দাফন করা হয়েছে।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহত সালাহ উদ্দিন এর পরিবারের পক্ষ থেকে কোন দাবি (অভিযোগ) না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন