ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৪, ০৬:৪১ পিএম

অনলাইন সংস্করণ

মহানবী (সা.) এর রওজা জিয়ারত করেছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ পবিত্র হজ পালন শেষে মদিনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেছেন। তিনি নামাজ আদায় ও দোয়া করেন। হাছান মাহমুদের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী নুরান ফাতেমা।

বৃহস্প‌তিবার (২০ জুন) মন্ত্রীর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ‌্য জানানো হয়।

সেখানে বলা হয়, ড. হাছান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমা পবিত্র হজ পালনের পর বুধবার (১৯ জুন) সৌদি আরবের মদিনায় মসজিদ-ই-নববীতে নবী মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন। তিনি নামাজ আদায় ও দোয়া করেন।

পবিত্র হজ পালনের জন্য গত ১১ জুন সৌদি আরব যান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্তব্য করুন