
প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
স্হানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বরগুনা নির্বাহী প্রকৌশলী এস এম হুমায়ুন কবির মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে আজ সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন।
২১ জুন সকালে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতে সুস্থ দেহে ঘুরে বেড়িয়েছেন। পরে অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখানকার চিকিৎসকরা বরিশালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। বরিশাল যাওয়ার পথে আমতলীর শাখারিয়া নামক স্হানে আরও বেশি অসুস্থ হয়ে পরলে তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এস এম হুমায়ূন কবির গত চলতি বছরের ৫ মে বরগুনায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন।
মন্তব্য করুন