
প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন পরিষদোর (ইউপি) মেয়াদ উত্তীর্ণ হওয়ার আড়াই বছর পরও নির্বাচন নেই। এর সবশেষ ২০১৬ সালের ৪ জুন এ ইউপি’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যার মেয়াদ ২০২১ সালের ১১ ডিসেম্বর শেষ হয়। কিন্তু নির্দিষ্ট মেয়াদ শেষে বরকল উপজেলার পাঁচটির মধ্যে চার ইউপিতে ২০২২ সালের নভেম্বরে নির্বাচন হলেও সেসময় মামলার কারণে ভুষনছড়ায় নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়নি বলে জানা গেছে।
এদিকে ভুষণছড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত না হলেও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ সময় ধরে অনির্বাচিতভাবে টানা ক্ষমতায় রয়েছেন আগের চেয়ারম্যান মামুনুর রশিদ। অথচ আইনগত বাধ্যবাদকতা থাকলেও সেখানে প্রশাসক নিয়োগ বা অবৈধভাবে থাকা চেয়ারম্যানকে ক্ষমতা থেকে সরানোর কোনো পদক্ষেপ নেই। এ অবস্থায় পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ওই ইউপিতে বিধি মোতাবেক প্রশাসক নিয়োগের দাবি তুলেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আইনে বলা আছে ‘দৈব-দুর্বিপাক বা অন্য কোনো কারণে নির্ধারিত ৫ বছর মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে সরকার লিখিত আদেশ দ্বারা নির্বাচন না হওয়া পর্যন্ত পরিষদের (ইউপি) কার্যাবলী পরিচালনার জন্য একজন উপযুক্ত কর্মকর্তা বা উপযুক্ত ব্যক্তিকে প্রশাসক হিসাবে নিয়োগ করিতে পারিবে এবং প্রশাসকের মেয়াদ হইবে ১৮-এ বর্ণিত প্রশাসকের মেয়াদের অনুরপ।’
২০২৪ সালের ৬ মে ২০০৯ সালের ৬১নং আইনের ২৯’এর সংশোধনী (খ) উপধারা (৫) অনুযায়ী বরকলের ৪নং ভুষণছড়া ইউনিয়নে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদনপত্র দিয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। ২৭ মে দেওয়া আবেদনপত্রে স্বাক্ষর করেছেন ভুষণছড়া ইউপির সাবেক চেয়ারম্যান দিলীপ কুমার চাকমা, ১৫২নং গোরস্থান মৌজার হেডম্যান চন্দ্র শেখর চাকমা, ১৫৮নং মাউদং মৌজার হেডম্যান দীপেন দেওয়ান, ১৪৮ নং ভুষণছড়া মৌজার হেডম্যান তাপস দেওয়ান, চাদারাছড়া পাড়াপ্রধান (কারবারি) মিথিলা রায়, মো. ইব্রাহিম, মো. এমদাদুল, মো. শাহজাহানসহ ১৯ জন গণ্যমান্য ব্যক্তি।
এতে বলা হয়, ভুষণছড়া ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালের ৪ জুন। ইতোমধ্যে ২০২১ সালের ১১ ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গেছে। ২০২৩ সালের ২৯ মে প্রধান নির্বাচন কমিশনার বরাবর মেয়াদ উত্তীর্ণ এ ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য একটি স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু আজও নির্বাচনের পদক্ষেপ নেওয়া হয়নি।
এব্যাপারে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান জানান, বরকলের ভুষণছড়া ইউনিয়ন পরিষদে একজন প্রশাসক নিয়োগের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রæত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন