
প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ
দেশের দক্ষিণ বরিশালের মুলাদী উপজেলার প্যাদারহাটে ২টি গোডাউনে যৌথ অভিযান চালিয়ে ৩২০ পিস নতুন চায়না দুয়ারী ও ১ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ জাল বিক্রির দায়ে দুইজনকে আটক করা হয়। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন।
মুলাদী উপজেলার ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি আটককৃত দুইজনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আজাহারুল ইসলাম। অভিযানে অন্যান্যদের উপস্থিত ছিলেন মুলাদী থানার এএসআই মিঠুন মন্ডল।
মন্তব্য করুন