বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ১২:০৩ পিএম

অনলাইন সংস্করণ

সোনাক্ষীর বিয়েতে থাকছেন সালমান

ছবি: সংগৃহীত

বলিউডের তারকা যুগল সোনাক্ষী ও জাহিরের বিয়ের অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। 

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যেতে পারে সালমান খানকে। 

এছাড়া, সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন সোনাক্ষীর বিয়েতে। দেখা যেতে পারে অক্ষয় কুমার, সুভাষ ঘাইকে।

এদিকে বেশ কয়েক বছর ধরেই জাহির ইকবালের সঙ্গে প্রেম সোনাক্ষীর। এ নিয়ে সরাসরি কখনও কিছু বলেননি অভিনেত্রী। তবে জাহিরের সঙ্গে নানা পার্টি, রেস্তরাঁয় দেখা গেছে তাকে। আবার সোশাল মিডিয়াতেও এক সঙ্গে ছবি পোস্ট করেছেন দুজন। লোকসভা ভোট শেষ হওয়ার পরই সোনাক্ষীর বিয়ের গুঞ্জন শোনা যায়। 

প্রথমে শোনা যাচ্ছিল, মেয়ের বিয়ে নিয়ে খুশি নন শত্রুঘ্ন সিনহা। তবে হবু জামাইয়ের সঙ্গে দেখা করে এই জল্পনাকে ‘খামোশ’ করিয়ে দেন বলিউডের শটগান।

মুসলিম রীতি মেনে সোনাক্ষী ও জাহিরের বিয়ে হচ্ছে না। তারা সিভিল ম্যারেজ করছেন। অর্থাৎ আইনিভাবেই মনের মানুষকে বিয়ে করছেন বলিউডের ‘দাবাং’ গার্ল। 

শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানির সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। 

অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে। ‘ভাইরাল ভায়ানি’র একটি ভিডিওতে কালো গাড়ি থেকে পোশাক নামাতে দেখা গেছে। 

দাবি করা হচ্ছে, এটিই সোনাক্ষীর বিয়ের পোশাক।

মন্তব্য করুন