বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৫:১৭ পিএম

অনলাইন সংস্করণ

বদলগাছীতে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: রূপালী বাংলাদেশ

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। এবার ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দেশের বৃহত্তম ও প্রাচীন রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ। গৌরব উজ্বল ইতিহাস-ঐতিহ্যধারণকারী আওয়ামী লীগ নানা ঘাত-প্রতিঘাত, চড়াই-উৎড়াই ও সুদীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে এবং আজকের অবস্থানে এসে দাঁড়িয়েছে।

তারই ধারাবাহিকতায় নওগাঁর বদলগাছীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ণাঢ্য শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০:৩০ টায় উপজেলার ডাকবাংলো ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে উপজেলা আ’ লীগের সভাপতি আবু খালেদ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলোয় এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ (৩) মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু,উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, আওয়ামী যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী, বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুকমল কর্মকার, আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম সাজু, চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শামীনুর রহমান (চিকন আলী) সহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মী ও সর্ব স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন