ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৭:৩৭ পিএম

অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনেও বিভক্ত ফুলবাড়ী উপজেলা আ’লীগ

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথকভাবে কর্মসূচি পালনের মধ্যদিয়ে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির নেতা কর্মীরা। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপ পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 

রোববার সকাল ৮ টায় উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এবং শহীদ মিনার চত্বরে বেলা ১১ টায় পৃথক পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুভসূচনা করা হয়। পতাকা উত্তোলনের পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের নেতৃত্বে এক গ্রুপ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনের নেতৃত্বে উপজেলা অডিটরিয়ামে অপর গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার আয়োজন করে। 

বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে শহীদ মিনার চত্বরের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ লোবান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এজাহার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

অপরদিকে উপজেলা অডিটরিয়ামে বিকাল ৩ টায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়া বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ.ন.ম ওয়াদুল হক, সাবেক জেলা পরিষদ সদস্য ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আ.লীগের দুই গ্রুপ পৃথক পৃথক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচির আয়োজন করায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে । 

মন্তব্য করুন