
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ
পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
রবিবার (২৩ জুন) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যাব ক্যাম্প সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের কাছে গিয়ে শেষ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট তারিকুজ্জামান মনি। সাবেক মহিলা সংসদ সদস্য কানিজ সুলতানা হলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. শাহানুর হক ব্যাপারী জেলা যুবলীগের সাধারন সম্পাদক এ্যাড. সৈয়দ সোহেল,জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা।
এর পরে শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। মাগরিব নামাজ বাদ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন