
প্রকাশিত: ২৩ জুন, ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৬, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।
মন্তব্য করুন