ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ জুন, ২০২৪, ০৭:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

ভালুকায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ র‍্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) দুুপুরে ও বিকালে পৃথক পৃথক ভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে ও
মেজরভিটা র‌্যালী,আলোচনা সভা মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত হয়। বিকালে মেজরভিটায় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ উপজেলা শাখার সহসভাপতি সুবেদ আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুসহ আ”লীগ অঙ্গসংগঠন ও মুক্তিযোদ্ধাগন বক্তব্য রাখেন।সভায় বক্তাগন হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনের পর ভালুকায় আওয়ামীলীগের নেতাকর্মী ও নৌকা প্রতিকের পক্ষে নির্বাচন পরিচালনাকারী কর্মীদের উপর নির্য্যাতনের চিত্রতোলে ধরে বক্তব্য রাখেন।

এ ছাড়া অন্যদিকে দুপুরে বাসষ্ট্যন্ডে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ও মনিরা সুলতানা মনি, নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন