কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৮:১৪ পিএম

অনলাইন সংস্করণ

হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীকে কুপিয়ে জখম

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জে হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশিকে কুপিয়ে জখম, হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) সকাল টার দিকে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন শাহেদল ইউনিয়নের মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. জুয়েনা খাতুন (৩৮), তার মেয়ে মারুফা (২১) প্রতিবেশী মো. নজরুল ইসলামের স্ত্রী রাশিদা আক্তার।

অভিযোগসূত্রে জানা যায়, হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. আশরাফ উদ্দিনের নের্তৃত্বে তার ছেলে মো. আরিফ, মো. শরিফ উদ্দিন মো. আরিফের স্ত্রী মোছা. কারিমা সুলতানা জমিসংক্রান্ত বিরোধের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী মোছা. জুয়েনার উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। জুয়েনাকে রক্ষা করতে তার মেয়ে মারুফা প্রতিবেশী রাশিদা আক্তার এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে অভিযুক্তরা। পরে মোছা. জুয়েনা খাতুনের ঘরে ঢুকে অভিযুক্তরা লাখ ৫৫ হাজার টাকা লুট করে। তাদের ডাক চিৎকারে মোছা. জুয়েনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের রক্ষা করে। পরে আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনায় মো. রফিকুল ইসলাম অভিযুক্তদের শাস্তি চেয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন