
প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় বৃদ্ধাসহ দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার জিনদপুর ইউনিয়নের ভাঙ্গরা গ্রামের মৃত হাসনু মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৬৭) ও শ্রীঘর গ্রামের প্রবাসী সোহেল মিয়ার ছেলে উসমান মিয়া (১২)।
মঙ্গলবার (২৫ জুন) উপজেলার বাঙ্গরা ও শ্রীঘর গ্রামে পৃথক এ মৃত্যুর ঘটনা ঘটে।
নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন পাটোয়ারি জানান, গত ছয় মাস পূর্বে আমেনা খাতুনের স্বামী মারা জান। স্বামী মারা যাওয়ার পরে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। জমিতে দেওয়ার জন্য বাড়িতে রাখা কীটনাশক খেয়ে মঙ্গলবার ভোরে আত্মহত্যার চেষ্টা করেন। তার মেয়ে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করলে বাড়ির সবাই ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়ায় রেফার করলে পথিমধ্যে সে মারা যায়।
এদিকে নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্কাস আলী মজুমদার জানান, উপজেলার শ্রীঘর পাল পাড়া গ্রামের প্রবাসী সোহেল মিয়ার ছেলে উসমান মিয়া মঙ্গলবার সকাল ৯ টায় বাথরুমের দরজা আটকিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অনেকক্ষণ তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে মৃত ওসমানের মা বাথরুমের দরজা আটকানো দেখে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
পৃথক দুটি ঘটনার তথ্য নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, উপজেলার বাঙ্গরা ও শ্রীঘর গ্রামে পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে মৃত আমেনা খাতুনের কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। উসমান মিয়ার মরদেহ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন