নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত: ২৫ জুন, ২০২৪, ০৯:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

সড়ক দূর্ঘটনায় আহত ২, থানা হেফাজতে চালক

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার পথে রাজশাহীর মোহনপুরে একটি প্রাইভেটকার চালক বেপরোয়া গতিতে ব্যাটারীচালিত চার্জারভ্যানকে সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানচালক ও আরোহী গুরুতর আহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

২৫ জুন মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বরইকুড়ি বিদ্যাধরপুর কালীতলা ব্রীজের উপর এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানাযায়, একটি ছাগলের চিকিৎসার জন্য ভ্যানযোগে মৌগাছি ইউপির হরিহরপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ আবু সাঈদ (৫৫) ও আরোহী একই গ্রামের আবুল সরকারের ছেলে আতিক সরকার (২২) উপজেলা প্রাণী সম্পদ অফিসে যাওয়ার সময় রাজশাহী নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বরইকুড়ি বিদ্যাধরপুর কালীতলা ব্রীজের উপর পৌছামাত্র বিপরীত দিক নওগাঁ জেলা মহাদেবপুর থানা হতে আসা যাত্রীবাহী টয়োটা প্রবক্স,রেজিস্ট্রেশন নং রাজ: মেট্রো- গ-১১-০২৫৯ একটি প্রাইভেটকার চালক বেপরোয়া গতিতে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান ও প্রাইভেটকারটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়। ভ্যানচালক মোঃ আবু সাঈদ রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। ভ্যান আরোহী আতিক সরকার বাম পায়ের হাটুর নীচে গুরুতর জখম প্রাপ্ত হয়ে পা ভেঙে গিয়ে ঝুলে যায় এবং মাথা ও বুকে আঘাত প্রাপ্ত হয়। তাদের সাথে থাকা ছাগলটি মারা যাওয়ার উপক্রম হলে স্থানীয়রা ছাগলটি জবেহ করে। এ সুযোগে প্রাইভেটকার চালক ও যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ প্রাইভেটকার চালক আলতাব হোসেন (৩৮) কে আটক করে থানা হেফাজতে নিয়েছে। প্রাইভেটকার চালক নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকার খোর্দকালনা গ্রামের মোকসেদ আলীর ছেলে।

ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয় লোকজনের সহায়তায় গুরুত্বর আহত দুইজনকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা আশন্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মোহনপুর থানা পুলিশের জরুরি অফিসার এসআই শফিকুল ইসলাম ও এএসআই আবু আলী ঘটনাস্থল থেকে ভ্যান ও প্রাইভেটকারটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এবিষয়ে মোহনপুর থানা ওসি (তদন্ত) মোঃ আছের আলী জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও ভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালককে থানা হেফাজতে রাখা আছে। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মন্তব্য করুন