
প্রকাশিত: ২৬ জুন, ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
চতুর্থবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহন শেষে দায়িত্ব নেওযায় এবাদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা চত্বরে স্থানীয়দের উদ্যোগে এই সংবর্ধণা দেওয়া হয়। পরে একটি আনন্দ র্যালি বের করা হয়।
এসময় বিপুল ভোটে চত্বর্থবারের মতো তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় আত্রাইবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সব সময় মানুষের পাশে থেকে সেবা করা ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজার রহমান শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী ইয়াসমিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন