
প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
অভিনেত্রী সারা বেকার আর নেই। এ অভিনেত্রীর মৃত্যুর খবর সামনে আসতেই ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে সারার বয়স হয়েছিল ৫২ বছর।
সারার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে তার পরিবার থেকেই। পরিবার থেকে বলা হয় আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। ‘এমটিভি দ্য রিয়্যাল ওয়ার্ল্ড’ স্টারের মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা।
সারার পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত সপ্তাহে আত্মহত্যা করেছেন সারা। দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেত্রী। তার মধ্যে থেকেও পরিবারকে ভালো রাখার দায়িত্ব পালন করে গেছেন সারা। কয়েকদিন আগে মারাত্মক দুর্ঘটনার শিকার হন সারা।
২৫ বছর বয়সে এমটিভির ‘দ্য রিয়্যাল ওয়ার্ল্ড’ শোয়ের সিজন ৫-এ দেখা যায় সারাকে। এছাড়াও ওয়াইল্ডস্ট্রম কমিক্সে কাজ করেছেন অভিনেত্রী সারা বেকার।
মন্তব্য করুন