
প্রকাশিত: ২৯ জুন, ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
জয়পুরহাটে অবৈধ মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। মাদক চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৮ জুন) বিকালে জয়পুরহাট জেলার সদর থানাধীন পুরানপৈল পাইকরতলী বাইপাস মোড় এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক ৫০ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশন ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার মহাদবপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ মাসুদ রানা (৩২) কে আটক করে।
শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত মাসুদ রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন