
প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহী জেলা বিএনপি'র সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। আজ ৩০ জুন দুপুরে ঢাকা গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। এরপর দুপুর ১২ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বিষয়টি নিশ্চিত করেছেন। তার দেওয়া তথ্য মতে আগামীকাল সকালে রাজশাহী শহরে ও পরে পুঠিয়া-দুর্গাপুর এলাকায় জানাযার নামাজ অনুষ্ঠিত হতে পারে। এরপর তার নীজ এলাকার কবরস্থানে দাফন করা হবে।
নাদিম মোস্তফা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল এবং ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ছিলেন।
মন্তব্য করুন