বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১ জুলাই, ২০২৪, ০৫:০৫ পিএম

অনলাইন সংস্করণ

রেল চলাচলের সমঝোতা চুক্তিতে পররাষ্ট্রনীতি নতজানু হয়নি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: সংগৃহীত

"বিএনপি এবং কিছু অনলাইন নিউজ পোর্টাল রেল চলাচলের বিষয়ে ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা চুক্তি নিয়ে বিএনপির সমালোচনা ও কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, ভারতের সঙ্গে রেল চলাচলের সমঝোতা চুক্তিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নতজানু হয়নি। নতজানু হয়েছে বিএনপির চিন্তার, সততার।

আজ সোমবার (১ জুলাই) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ে ভারত সফরে বাংলাদেশের রেল চলাচলের বিষয়ে যে সমঝোতা স্মারক সই হয়েছে, তা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে এবং কয়েকটি নিউজ পোর্টালও মিথ্যা তথ্য প্রকাশ করছে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

"বাংলাদেশের বুক চিরে চলবে ভারতের ট্রেন" প্রকাশিত এমন শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, এটা কেমন সংবাদ! তাহেল ভারতের ওপর দিয়ে বাংলাদেশের ট্রেন যখন চলাচল করে, তখন তো আপনারা লিখছেন না, ভারতের বুকচিরে বাংলাদেশের ট্রেন চলছে। ভারতের বুক চিরে নেপাল থেকে বাংলাদেশে আসতে বিদ্যুৎ' এটা তো লিখছেন না।

প্রতিমন্ত্রী নেতিবাচক সংবাদ বা তথ্য প্রকাশ থেকে সরে আসার আহবান জানিয়ে বলেন, আমাদের পিছিয়ে পড়ার চিন্তা থেকে সরে আসতে হবে।

 

মন্তব্য করুন