অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

৮ ইস্ট-এর বালুখালী জুমেরছড়ায় মৃত ব্যক্তি স্থানীয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবে দুজনের মধ্যে একজন স্থানীয় রয়েছে। এ ছাড়া আরও কয়েকজন আহত হওয়ার খবর আমরা পাচ্ছি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এর আগে গত ১৯ জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু হয়েছিল।

মন্তব্য করুন