
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ
নাগেশ্বরীতে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল ইস্কাফসহ ২ জন মাদক ব্যবসা্য়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় পৌরসভার কাছারি পায়রাডাঙ্গা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জুলহাস (৪০) ও মতিয়ার রহমান (৩০) এর বাড়ি সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বযেজটারী এলাকায়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টায় পৌরসভার কাছারি পায়রাডাঙ্গায় অভিযান চালায়।
এসময় তারা জুলহাস ও মতিয়ারকে আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করে ৫০ বোতল ফেন্সিডিল ও ৫০ বোতল ইস্কাফ।
পরে তাদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন