
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ
পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রহিম (৭০) নামে এক বৃদ্ধের শরীরে প্রতিপেক্ষের লোকজন ব্যাটারির এসিড নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহিম ওই
গ্রামের মৃত ওমর আলীর ছেলে। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুর রহিম ও তার পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে একই গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়। কিন্তু সুরাহা হয়নি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে শহিদুল ইসলাম এবং তার দুই ছেলে শফিকুল ও হাফিজুরসহ কয়েকজন তাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের বাইরে নিয়ে আসেন। এরপর শরীরে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ওই বৃদ্ধের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন অভিযুক্ত শহিদুল ইসলাম। কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন