ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ০৮:২১ পিএম

অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার কাছে হার, চাকরি গেল ইকুয়েডর কোচের

ফেলিক্স সানচেজ। ছবি: সংগৃহীত

চার বছরের চুক্তিতে ইকুয়েডরের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফেলিক্স সানচেজ। তবে এক বছর পেরোতে না পেরোতেই দায়িত্বটি ছাড়তে হলো তাকে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরেছে ইকুয়েডর। হারের পরই ফেলিক্সের দায়িত্ব ছাড়ার খবর নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন (এফইএফ)।

ম্যাচে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মিনিটে গোল করে সমতায় ফেরে ইকুয়েডর। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি।

তবে আর্জেন্টিনার জন্য আরও একবার ত্রাতা হয়ে আসেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

টাইব্রেকারে পরপর দুটি অবিশ্বাস্য সেভে দলকে রক্ষা করেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। 

ম্যাচ শেষে এক বিবৃতিতে এফইএফ জানায়, ‘আজ ফেলিক্স সানচেজের সম্মতির ভিত্তিতে তার সঙ্গে চুক্তিভিত্তিক সম্পর্কের ইতি টানার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো গেছে। ফেলিক্স এবং তার কোচিং স্টাফের পেশাদারিত্ব ও কাজের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে তাদের সফলতা কামনা করি।’

মন্তব্য করুন