বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৭:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যের ২৬ চলচ্চিত্রকে ১৫ কোটি ২০ লাখ টাকা অনুদান

২৬টি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রযোজকদের হাতে সরকারী অনুদানের চেক তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ছবি: রূপালী বাংলাদেশ

২০২৩-২০২৪ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট ২৬টি চলচ্চিত্রকে ১৫ কোটি ২০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। এরমধ্যে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদান কমিটির মনোনীত ২৬টি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রযোজকদের হাতে এই চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালা, ২০২০ (সংশোধিত) এর ভিত্তিতে সরকারি অনুদান প্রদান করা হয়।

২০২৩-২৪ অর্থবছরে ২০টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্যসহ মোট ২৬টি চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ১৫ কোটি ২০ লাখ টাকা অনুদানের মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ২টি, প্রামাণ্যচিত্র শাখায় ২টি এবং সাধারণ শাখায় ১৪টি চলচ্চিত্র নির্মাণে অনুদান প্রদান করা হয়েছে। অপরদিকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ২টি, শিশুতোষ শাখায় ১টি এবং সাধারণ শাখায় ৩টি চলচ্চিত্র নির্মাণ অনুদান প্রদান করা হয়।

 

মন্তব্য করুন