
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার কাহালু উপজেলায় মাটি ভরাট করে চারটি গ্রাম ও কৃষি মাঠের পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কেটে পানি নিষ্কাশনের পথ সচল করা হয়।
শনিবার (৬ জুলাই) বিকেলে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় সরজমিনে গিয়ে পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মেরিনা আফরোজ। সঙ্গে ছিলেন মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার।
জানা গেছে, বগুড়া-নওগাঁ সড়কের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড স্টোর থেকে পশ্চিম দিকে সুবইল যাত্রাশুলমুখে সরকারি জলাশয় জনৈক ব্যক্তিরা মাটি দিয়ে ভরাট করে। এতে চারটি গ্রাম ও কৃষি মাঠের পানি নিস্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বর্ষার সময় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। সুবইল যাত্রাশুল, ভালতা, বড়মহর ও শিমুলিয়া গ্রামের মাঠের আবাদি জমি নিয়ে বিপাকে পড়েন কৃষকেরা।
বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ হন ইউএনও মেরিনা আফরোজ। তিনি তাৎক্ষণিক পানি নিষ্কাশনের পথ সচল করার ব্যবস্থা করেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুল জলিল জানান, পানি নিস্কাশনের পথে প্রতিবন্ধকতা করার বিষয়টি স্থানীয় লোকজন তাকে জানালে তিনি ইউএনওর সঙ্গে আলোচনা করেন। দুটি এস্কেভেটর (ভেকু মেশিন) দিয়ে মাটি কাটার পর পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক হয়।
মন্তব্য করুন