চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৪, ০৯:১৮ পিএম

অনলাইন সংস্করণ

দোহাজারীতে দেয়াল ধসে গুরুতরভাবে আহত ৩

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ হাজারী বাজারে পাশে একটি দেয়াল ধসে ৩ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। তার মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানান, গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার সময় দোহাজারী স্কুল মার্কেটের পশ্চিমমুখী পুরোনো কয়েকটি দোকান ভেঙে ফেললেও একটি দেয়াল খাড়া অবস্থায় থেকে যায় হঠাৎ দেয়াল ধসে পড়ে দেয়ালের বাজারের সেটের উপর বসা তিন ব্যবসায়ীকে চাপা দেয়। এলাকার লোকজন ধংসস্তুপের নিচ থেকে বাচা মিয়া, মো রফিক ও দেলোয়ার হোসেন নামক তিন ব্যবসায়ীকে ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। গুরুতরভাবে আহত বাচা মিয়া ও দেলোযার হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

৯৯৯ থেকে ফোন পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা অভিযান চালিয়ে ধ্বংসস্তুপের নিচে আর কোন লোকজন না পাওযায় অভিযান শেষ করেন। দোহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলার শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্য করুন